করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

|| সারাবেলা ডেস্ক||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের কোভিড টেস্ট রেজাল্টও পজিটিভ এসেছে।

হোয়াইট হাউজের একজন চিকিৎসক এ খবর নিশ্চিত করে বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ‘বিঘ্ন ছাড়াই’ দায়িত্ব পালন করে যাবেন।

ডোনাল্ড ট্রাম্প নিজেও করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহষ্পতিবার রাতে টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাতে ফার্স্টলেডি ও আমি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। আমরা সত্বর কোয়ারেন্টিন ও সেরে ওঠার প্রক্রিয়া শুরু করবো। একসঙ্গেই আমরা এটাকে উতরে যাবো।’

এর আগে মার্কিন প্রেসিডেন্টের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকস কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তখন থেকেই ট্রাম্প দম্পতির আক্রান্ত হবার আশঙ্কা জোরালো হয়। কারণ করোনা ভাইরাস টেস্টের আগের দিনও হোপ হিকস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে ভ্রমণ করেছেন। বুধবার ট্রাম্পের সঙ্গে অ্যান্ড্রু’স বিমান ঘাঁটি থেকে মিনেসোটা গিয়েছিলেন নির্বাচনী জনসভায় যোগ দিতে। এ সপ্তাহেই আরও কয়েকবার মার্কিন প্রেসিডেন্টের সফরসঙ্গী হয়েছেন তিনি।

মিনেসোটা সফরের পর থেকেই হোপ হিকসের কোভিড-১৯ উপসর্গ দেখা যাচ্ছিলো বলে হোয়াইট হাউজের দুই কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। হোপ হিকসের কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজিটিভ হবার খবর প্রথম বের হয় ব্লুমবার্গ নিউজে। এর পরপর ডোনাল্ড ট্রাম্প নিজে এক টুইটে তার সহকর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর জানান। একই সময় তিনি নিজে এবং মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ টেস্ট রেজাল্টের অপেক্ষা করছেন বলেও ট্রাম্প উল্লেখ করেন। শেষ পর্যন্ত সেই রেজাল্ট পজিটিভ এলো, যা ট্রাম্পের জন্য কিছুটা হলেও বিব্রতকর।

করোনা ভাইরাস অতিমারির শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট পুরো বিষয়টিকে ‘অতিরঞ্জন’, ‘আতঙ্ক ছড়ানোর প্রয়াস’ ইত্যাদি বলে এসেছেন। যদিও্ যুক্তরাষ্ট্রে সংক্রমণ শুরুর চার মাস পেরোনোর পরও প্রতিদিন নতুন শনাক্তের সংখ্যা এখনো বেড়েই চলেছে। এরপরও ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছেন এমনকি গত সপ্তাহেও। মার্কিন যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সংক্রমণের ‘সবচেয়ে বাজে পর্ব’ এরইমধ্যে পেরিয়ে এসেছে বলে ট্রাম্প গত সপ্তাহে এক বক্তৃতায় বলেছেন। অথচ ট্রাম্প নিজেই এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন