সারাবেলা প্রতিবেদন, ঢাকা
একদিনেই নতুন ১৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৮৮ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও একজন। এনিয়ে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে ৯ জনে দাঁড়ালো।
দেশে প্রথমবারের মত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ৮ই মার্চ। এরপর গেল প্রায় এক মাসের ব্যবধানে রোববার একদিনে শনাক্ত হওয়া ১৮জন সহ আক্রান্তের মোট সংখ্যা এখন ৮৮।
সরকার করোনাভাইরাস পরীক্ষার পরিধি বাড়ানোর পর রোগী শনাক্তের সংখ্যাও বাড়ছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, আক্রান্তদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/Nangolcoat.jpg?fit=300%2C169&ssl=1)