করোনাসংক্রমণ ঠেকাতে লকডাউনে বেনাপোল

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে করোনা সংক্রমন হার প্রতিদিনই বাড়ছে। আর এই পরিস্থিতি সামাল দিতে লকডাউনে যাচ্ছে বেনাপোল।

|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে করোনা সংক্রমন হার প্রতিদিনই বাড়ছে। আর এই পরিস্থিতি সামাল দিতে লকডাউনে যাচ্ছে বেনাপোল।

বুধবার ১৬ই জুন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাইকিং করে এই লকডাউনের কথা জানিয়ে দেওয়া হয়। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেনাপোলে কঠোর লকডাউন শুরু হবে।

লকডাউনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বিকাল ৩টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে। শার্শা উপজেলার সকল চায়ের দোকান বন্ধ রাখতে তাদের হাতে ১ সপ্তাহের খাবার পৌঁছে দেওয়া হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে না পারে সেজন্য উপজেলা করোনা প্রতিরোধ কমিটি কাজ করবে। মাস্ক পরিধান করে বেচা কেনা করবে ক্রেতা-বিক্রেতারা। করোনা সংক্রমন হার কমিয়ে আনতে হলে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে।

সংবাদ সারাদিন