করোনাকে জয় করলো ১০ মাসের শিশু আবির

|| এম. মতিন, চট্টগ্রাম থেকে ||

শিশু আবিরের বাড়ি চন্দনাইশ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারাতে। গেল ২১শে মার্চ রাতে হঠাৎ করেই প্রচন্ড শ্বাসকষ্ট আর জ্বর হয় ওর। তড়িঘরি ওকে ভর্তি করা হয় চট্টগাম জেনারেল হাসপাতালে। পরীক্ষায় জানা যায় সে করোনা ভাইরাসে আক্রান্ত। টানা দশদিন যমের সঙ্গে যুদ্ধ করে যমকে হারিয়ে দিযেছে আবির। চিকিৎসকদের সঙ্গে আইসোলেশনে থেকে করোনাকে জয় করে বাড়ি ফিরেছে সে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থেকে টানা ১০ দিন করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন চন্দনাইশের আলোচিত ১০ মাসের সেই ছোট্ট শিশু আবির। একই সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চিকিৎসাধীন থাকা কাট্টলী এলাকার ৫৭ বছর বয়সী করোনা রোগী মোহাম্মদ ইদ্রিস আলীও করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

আবিরকে ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম বলেন, ‘গত ২১শে মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় আজ আমরা শিশুটিকে ডিসচার্জ (ছাড়পত্র) দিয়ে দিয়েছি।
এছাড়া শনিবারই আবিরের পাশাপাশি করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস।

এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১৮ জন এবং বিআইটিআইডি থেকে ২ জনসহ মোট ২০ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন