একদিনে শনাক্তসংখ্যা ১৬৯৪ মারা গেছে ২৪ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

গেল ১৮ই মার্চ প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত সময়ে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেল ২৪ জন। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩২ জন। এছাড়া শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ২০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য উপস্থাপন করেন। সুস্থ হওয়ার তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৬ হাজার ১৯০ জন।

মারা যাওয়াদের বিশ্লেষনাত্মক পরিসংখ্যানে ডা. নাসিমা জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ২৪ জনের মধ্যে একজনের বয়স ছিল আশি বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিলেন ৫ জন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন ৮ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান নাসিমা সুলতানা। তিনি বলেন, শনাক্ত রোগীর সংখ্যার বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৭টি ল্যাবে মোট ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে ২২৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৬০ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন