আরো ১০ জনের প্রাণ নিল করোনা নতুন শনাক্ত ৩৪১

|| সারাবলো প্রতিবেদন, ঢাকা ||
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। একই সময় দেশে শনাক্ত করা গেছে ৩১৪ জনকে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ৬০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন।
আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। এর মধ্যে ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন। নারী তিনজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরের।
গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর প্রথম মৃত্যুৃর ঘটনা ঘটে গত ১৮ই মার্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন