|| সারাবেলা প্রতিবেদক ||
আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণে মৃত ও শনাক্ত দুটোই। গেলো চব্বিশ ঘন্টায় প্রাণঘাতি এই ভাইরাতে সংক্রমিত হয়ে মারা গেছে ৪১ জন। সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৬৫ জনের শরীরে। একদিনে শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যা ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৬ই মে ১ হাজার ৮২২ জন সংক্রমিতের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর একদিনে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল গেলো ৯ই মে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৬০ জন।
সরকারি হিসাবে, সংক্রমিতদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ই মার্চ। তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১শে মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ই এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ই মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ই মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯শে এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।