আইসিইউ বেড খালি নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

অনেকেই আসছেন সংকটাপন্ন অবস্থায়। এক্ষুনি দরকার আইসিইউ বেড। দরকার ভেন্টিলেশন। কিন্তু সবকটি বেডেই ভর্তি রয়েছেন রোগী। খালি বেড নেই বললেই চলে। গোটা হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র ১০টি।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অনেকেই আসছেন সংকটাপন্ন অবস্থায়। এক্ষুনি দরকার আইসিইউ বেড। দরকার ভেন্টিলেশন। কিন্তু সবকটি বেডেই ভর্তি রয়েছেন রোগী। খালি বেড নেই বললেই চলে। গোটা হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র ১০টি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, প্রতিদিনই করোনা সংক্রমিত এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে বর্তমানে ১১৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউ’র ১০টি বেডে ১০ জন। গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে একজন পুরুষ ও একজন নারী কোভিড-১৯ রোগী মারা গেছেন। আইসিইউ বেড একটিও খালি নেই। অথচ আইসিই ‘র চাহিদা যারপর নাই।

করোনা পজেটিভ নিয়ে ২রা এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন আব্দুল জলির। শ্বাসকষ্ট এবং ফুসফুসে আক্রান্ত হওয়ায় দিন দিনেই তার অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে। বাবার সুচিকিৎসার জন্য ছেলে বিপ্লব মিয়া আইসিইউয়ের একটা বেড পেতে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

বিপ্লব মিয়া বলেন, বাবার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ঘরের বিছানায় অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরও তার কোনও উন্নতি হচ্ছে না। এখন আইসিইউতে নিতে পারলে হয়তো বাবা সুস্থ হতো। তবে একটি আইসিইউ’র বিছানা পাওয়া যাচ্ছে না।

হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান খান জানান, করোনা পজেটিভ এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে যাদের আগে থেকেই ডায়াবেটিস, হৃদরোগসহ জটিল রোগে রয়েছে, তারাই বেশি সমস্যায় পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় যথেষ্ট তৎপর বলে জানান তিনি।

সংবাদ সারাদিন