|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার কর্মী । বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, এজন্য প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আইইডিসিআরের নমুনা সংগ্রহকারীসহ চার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও ভায়রোলজি ল্যাবের প্রধান অধ্যাপক এএসএম আলমগীরসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’ আক্রান্ত চার জনকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানর খান জানান, ‘গেল ৭ই এপ্রিল আইইডিসিআরের চার কর্মীর করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এদের একজন একজন প্রতিষ্ঠানটির ক্লিনার, একজন এমএলএসএস (অফিস সহায়ক), একজন কম্পিউটার অপারেটর ও অপরজন নমুনা সংগ্রহকারী। তবে এখন পর্যন্ত নতুন কারো ফল পজেটিভ আসেনি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইইসিডিআরের চার কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ কয়েকজন কর্মকর্তা বাসা থেকে কাজ করছেন।’ ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » আইইডিসিআরের ৪ কর্মী আক্রান্ত, ৮জন কোয়ারেন্টিনে
এই সম্পর্কিত আরও সংবাদ
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১
করোনা সংক্রমণে দেশে নতুন মৃত্যু ২৪৬ শনাক্ত ১৬ হাজার
আগস্ট ২, ২০২১
এই বিভাগের সর্বশেষ
নাঙ্গলকোটে টিকা সংকটে বিক্ষুব্ধ সোচ্চারণ জানালো প্রবাসীরা
আগস্ট ১০, ২০২১
রংপুর বিভাগের করোনায় ২৪ ঘন্টায় ১৯জনের মৃত্যু
আগস্ট ৯, ২০২১
চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১১ই আগস্ট পর্যন্ত
আগস্ট ৩, ২০২১