দেশে করোনায় মারা গেল আরো ৪ জন নতুন আক্রান্ত ১৩৯

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। রোববার সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন আরও চারজন। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন।
গত এক দিনে একজন চিকিৎসকসহ আরও তিনজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন