|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গেল চব্বিশ ঘন্টায় মারা গেছেন ৫৩ জন। আর শনাক্ত হয়েছেন ৩৮৬২ জন। গেল ৮ই মার্চ প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়া থেকে এ পর্যন্ত মোট সংক্রমণশনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪৪৮১ জন।
গেল চব্বিশ ঘন্টায় নতুন ৫৩ জন মিলিয়ে ১৮ই মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় এই হার ১ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা সংক্রমণের সবশেষ এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মৃত্যুর বিশ্লেষণাত্মক পরিসংখ্যান জানাতে গিয়ে তিনি বলেন, ১১ থেকে ২০ এর মধ্যে মারা গেছেন ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য মারা গেছেন ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন মারা গেছেন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৯ জন। ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১০ জন। ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৮ জন। ৮০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশের মোট ৬১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। সংগৃহিত ১৮৪০৩ টি নমুনার মধ্যে ১৭২১৪টি পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সুস্থতার পরিসংখ্যান বলছে, গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২৩৭ জন। এ পর্যন্ত মোট ৩৬২৬৪ জন সুস্থ হয়েছেন। শতাংশের দিক থেকে এখন পর্যন্ত ৩৮ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন।