
সরাকারি তালিকায় বাদ পড়ায় মৃত্যুতালিকায় নাম লেখালেন বীর মুক্তিযোদ্ধা
সকালে তালিকা টানানোর খবরটি সাহার আলী শোনেন দুপুরের কিছুটা সময় আগে। এরপরপরই বৃহস্পতিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান এই মুক্তিযোদ্ধা। সাহার আলী স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রাষ্ট্র থেকে তাঁর মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৩০৩৪।