টানা তিনম্যাচেই অজিবধ : ‘প্রথম’ সিরিজ জয় টাইগারদের!
দুই ছক্কায় ৪১ বলে ৩৫ রান করা ম্যাকডারমটকে বোল্ড করে ৬৩ রানের জুটি ভাঙেন সাকিব। মোইজেস হেনরিকেসকে দ্রুত ফেরান শরিফুল ইসলাম। শেষ ৪ ওভারে প্রয়োজন ৩৮ রান, ক্রিজে মার্শ, হাতে ৭ উইকেট। ম্যাচে ভালোভাবেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে দুই ওভারে স্রেফ ৫ রান দিয়ে ম্যাচ তাদের জন্য ভীষণ কঠিন করে তোলেন মুস্তাফিজ।