
টেকনাফের উখিয়াতে পাহাড় ধসে রোহিঙ্গাসহ নিহত সাতজন
পাহাড় ধসে ক্যাম্প ১০ এর ব্লক জি/৩৭ এর বাসিন্দা শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২) পুত্র শফিউল আলম (৯) ও ব্লক জি/ ৩৮ এর বাসিন্দা ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), পুত্র আব্দুর রহমান (২৫), মেয়ে আয়েশা সিদ্দিকা ও ক্যাম্প ৮এর পানিতে ডুবে এক শিশুসহ ৬জন নিহত হয়েছে। এ সময় শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও পুত্র জানে আলম (৮)সহ গুরুতর আহত হয়েছে আরো ৫জন।