পাল্টে যাওয়ার আগের শিরোনাম বেহায়ার বিদায়
‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়’! শত জাতি, ভাষা-সংস্কৃতির আমেরিকায় বিভেদের বিষকে যিনি ক্ষণে ক্ষণে উস্কে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিহাসের আস্তাকুঁড় থেকে তুলে এনেছেন বর্ণবাদকে। জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে শুরু থেকেই প্রশ্রয় দিয়েছেন বিভক্তিকে!