
কৃষক আবুল কাশেম খুনের বিচার দাবিতে সোচ্চারণ জামালগঞ্জে
শাহানুর লালসাদ গংদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল, ছুরি, ও রামদা নিয়ে কৃষক আবুল কাশেমের কাশেমের ঘরে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এসময়ে কাশেমের স্ত্রী মালেকা বেগম, ছেলে বিল্লাল, হেলাল মিয়া, মেয়ের ঘরের দুই নাতনী সাদিয়া ও নাদিয়াকেও কুপিয়ে জখম করে।