রামপালের দাউদখালী নদীর সগুনায় গ্রামবাসী নিজেরাই বানালেন সেতু
গ্রামবাসীর প্রচেষ্টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সগুনা দাউদখালী নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কাঠের সেতু ৷ এই নদীর উপর দিয়ে প্রতিদিন সগুনা, কুমলাই, গিলাতলা, চাকশ্রী সহ অন্তত দশটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন ৷