
মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের সবার বাড়িই টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।