![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/01/ishwardi-29-01-21-1.jpg?fit=300%2C159&ssl=1)
অধিকৃত জমির ফসল তুলতে পাঁচমাস সময় চান ঈশ্বরদীর রুপপুরের কৃষকরা
ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের অধিকৃত খাস জমিতে আবাদী ফসল তুলতে আরো কদিন সময় চাইছেন স্থানীয় কৃষক। একইসঙ্গে সাবেক পূর্ব বাইচচর বর্তমান রুপ চরকনিকা মৌজায় প্রকল্পের মাটি ভরাটের কাজ সাময়িক বন্ধ রাখারও দাবী জানিয়েছেন তারা।