![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/07/lalmohan-pic-02-07-21.jpg?fit=300%2C169&ssl=1)
কোরবানির জন্য লালমোহনে প্রস্তুত প্রায় ১১ হাজার গরু
চলমান লকডাউনের কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় উপজেলার প্রায় ২১৮টি ছোট-বড় খামারি। তারা বলছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নামে। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউন বিপত্তি হয়ে দাঁড়াতে পারে।