![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2020/12/Modhu-Da.jpg?fit=300%2C150&ssl=1)
মধু দা’র ভাস্কর্যের ভাঙা কান পুন:স্থাপন করলো ঢাবি প্রশাসন
‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য’র ভাঙা কান পুন:স্থাপিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেলো মঙ্গলবার রাতে কে বা কারা রাতের বেলা মধুর ক্যান্টিনের সামনে স্থাপিত মধুসূদন দে’র স্মৃতি ভাস্কর্যের একটি কান ভেঙে ফেলে। তবে এই দুর্বত্তপনা কে বা কারা করেছে তা এখনো নির্দিস্ট করে না বললেও সংশ্লিষ্টদের অনুমান দেশবিরোধী অপশক্তিই এক কাজ করেছে।