
অতিমারিতে বন্যায় বড় সমস্যায় পড়বেন কুড়িগ্রামের মানুষ্
উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু গ্রামের আবুল হোসেন, আশরাফ আলী ও মমেনা বেগম এ প্রসঙ্গে জানান, লকডাউনের কারণে ঢাকায় কাজ করতে যেতে পারি নাই। যা টাকা নিয়ে আসা হয়েছিল, তাই দিয়ে কোনমতে সংসার চলছে। ঘরবাড়ী মেরামত করাতে গেলে না খেয়ে থাকতে হবে।