|| উদয় পাল ||
ঘাটের কুলি কামার কুমার
আবাল বৃদ্ধ গুণি
আমায় নিয়ে কিসব বলে
সবই কানে শুনি!
এপোলোস্কার ইউনাইটেড
নাম দিয়েছো আমার
নাটের গুরু খায়না গালি
আমারে কয় চামার!
সবাই বলে আমিই খারাপ
সবই হেলা খেলা
আমিতো আর খাইনা কিছু
গাল খেয়েছি মেলা!
শুরু থেকে স্ক্র্যাচেই হাটান
চলছিতো নাম মাত্র
বড়রা সব বাইরে দেখান
আমায় চালায় ছাত্র!
ভেন্টিলেশন নাম মাত্র
আইসিইউও তাই
দম বন্ধ চেঁচায় রোগী
অক্সিজেনও নাই!
টাকাওলা পয়সাওলা
কেউ ছিলোনা পাশে
আজকে বড় সুযোগ পেয়ে
‘ করোনা খান ‘ হাসে!
আমি বলি সবাই মিলে
আমায় কেনো দোষাও?
আসল নায়ক ধরে এনে
ইচ্ছে মতো ঘুষাও!
১০ই জুন /২০২০