|| মীর ফয়সল আহমেদ ||
জানি চলে যাবে হয় তো শেষ দেখা হবে না
তবে না বলা কথাগুলোর আক্ষেপ রয়ে যাবে!
বারংবার না বলা কথাটি এখনও বলা হয়নি
কিছু কষ্ট খুব অভিমানি।
বলতে গিয়ে যত তা ফিরিয়ে দাও
তাই আর বলা হয়নি।
তোমার ভূমিষ্ঠ দিবসে
কয়েকশো ফুল বিলি করি,
ফুল এর অপেক্ষায় থমকে যাওয়া প্রেমিক কে!
তোমার চলে যাওয়ার দিন
খুব যতন করে ফুল নিয়ে গেছিলাম।
না পেয়ে দরজায় ঝুলানো তালায় গেথেঁ রেখেছি,
যদি তুমি ফিরে আস তার প্রতীক্ষায়!
এখনও তোমার পানে চেয়ে আছি
ধুমকেতুর মতো আবির্ভাব এর।
এখনও তোমার ভূমিষ্ঠ দিবসে
ফুল বিলি করি…
তেমার জন্য জীবন নির্জীব আ’মরি!