।। সারাবেলা প্রতিবেদন ।।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বি-শত বার্ষিকীতে চার খন্ডের রচনাবলী নিয় আসছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে ‘ঐতিহ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রচনাবলি’।
প্রতিষ্ঠানটির প্রধাণ আরিফুর রহমান নাঈম সারাবেলাকে বলেন, ’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বাঙ্গালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যের পাণ্ডিত্যের জন্যে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা এবং ইংরেজি ভাষায় অগাধ বুৎপত্তি ছিলো তার। তিনি প্রথম বাংলালিপি সংস্কার করে সেটাকে যুক্তিবহ এবং অধিকতর বোধগম্য করে তুলেন। এজন্যই তাকে বাংলা গদ্যের প্রথম স্বার্থক রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তাই তার দ্বি-শত জন্মবার্ষিকীকে পাঠকের কাছে পৌছে দিতে চেয়েছি।’ তিনি আরো জানানা, দুই দশকের পথ চলায় ঐতিহ্য প্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, জীবনানন্দ দাশসহ ৫০ হাজার পৃষ্ঠার বেশি বাংলা সাহিত্যের কালজয়ী লেখকদের রচনাবলি। তারই ধারাবাহিকতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রকাশনা।