না.গঞ্জে কিট সংকটে বন্ধ হচ্ছে নমুনা সংগ্রহ, নতুন আক্রান্ত ৪০

|| সারাবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ ||

করোনার হটস্পট নারায়ণগঞ্জে কিট সংকটের কারনে নমুনা সংগ্রহ করতে পারছে না হাসপাতালগুলো। যার ফলে গত চব্বিশ ঘন্টায় করোনা সনাক্ত হয়েছে ৪০ জন।  এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৩০ জন।

শনিবার ২০ জুন সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের  রূপঞ্জের গোলাম দস্তগীর গাজী ল্যাব ও ইউএসবি ল্যাব ব্যতীত অন্য কোথাও নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে আক্রান্ত অধিক থাকলেও সনাক্ত হয়েছে শুধু ৪০ জন।যেখানে গত ২৪ ঘন্টায় রূপগঞ্জের দু’টি ল্যাবে মাত্র ১০৯ জনের নমুনা নেয়া হয়েছে।যেখানে নতুন কোন মৃত্যু নেই বলে জানিয়েছে সূত্রটি।                                      

এদিকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেনসহ সদর, বন্দর, আড়াইহাজার, সোনারগাঁয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে না।কিটের জন্য রোগী সনাক্ত করতে না পারায়  করোনা পজিটিভ ও নেগেটিভ রোগী বুঝার উপায় থাকবে না। এতে নতুন করে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড সংখ্যক হতে পারে নারায়ণগঞ্জে।

জানাগেছে, রূপগঞ্জ গোলাম দস্তগীর গাজী ল্যাব ও ইউএসবি ল্যাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে। কিট সংকটের কারনে শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যা তথা করোনা হাসপাতালে কোন নমুনা সংগ্রহ হয়নি। কিট সংকট দেখা দিলেও তা সমাধানে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা।

জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় দু’টি ল্যাবে মাত্র ১০৯ জনের নমুনা নেয়া হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১৬০৭ জনের নমুনা  সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়ার সংখ্যা ১৯৮৬।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন