|| অনলাইন প্রতিনিধি, চট্টগ্রাম||
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার ১৫ জুন সকাল ১০টার দিকে চট্টগ্রাম প্রবেশ মূখ সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক মো. আলমগীর। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালো পাঠানো হয়েছে।
নিহত ও আহত দুইজনই সীতাকুণ্ডে একটা শিপইয়ার্ডে কাজ করে। এছাড়া দেলোয়ার প্রশান্তি আবাসিক এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন আকবর শাহ থানার এসআই মো. শাহজাহান
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “ কার্ভাডভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। “