পেনশন তুলতে মাকে খাটসমেত টেনেই ব্যাংকে নিলেন মেয়ে!

|| বার্তা সারাবেলা ||

ব্যাংকের এক কথা স্বশরীরেই গ্রাহককে আসতে হবে। তা না হলে পেনশনের টাকা দেওয়া সম্ভব না। কিন্তু দাঁড়াতেইতো পারেন না ১২০ বছরের বৃদ্ধা লাভে বাঘেল। যাবেন কীভাবে। শেষতক তাকে খাটে শুইয়ে টেনেই নিতে হলো ব্যাংক অবধি।

ভারতের উড়িষ্যার নওপাদাতে লাভে ও তার মেয়ে গুঞ্জা দেইদের বাস। প্রায় সত্তর বছরের মেয়ে গুঞ্জা দেই জানালেন, গেল বৃহস্পতিবার ব্যাংকে গিয়েছিলেন মায়ের পেনশনের ১৫শ’ টাকা তুলতে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলে দিলেন হিসাবধারীকেই আসতে হবে তথ্য নিশ্চিত করতে। না হলে টাকা দেওয়া যাবে না।কিন্তু মা তো খাট থেকে উঠতেই পারেন না।

নওপাদার এক অজ পাড়া থেকে ব্যাংকের দূরত্ব বেশ অনেকটা। যানবাহনও মেলে না সহসা। তাই বাধ্য হয়েই হাতে টেনেই খাটসমেত মাকে নিতে হয়েছে ব্যাংক পর্যন্ত। শেষপর্যন্ত টাকা অবশ্য মিলেছে গুঞ্জার।

সংবাদসূত্র: ইন্ডিয়া টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন