||এম. মতিন, চট্টগ্রাম||
চট্টগ্রামের বোয়ালখালী থানার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি-সচিব নিজেরাই করোনায় আক্রান্ত।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুনের করোনা ভাইরাস শনাক্তে পর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।গত ৭ দিন ধরে আইসোলেশনে থাকা ইউএনও বেগম আছিয়া খাতুন বলেন, ‘কাপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা দিয়েছিলাম। মঙ্গলবার রাতে বিআইটিআইডির রিপোর্টে পজিটিভ এসেছে। এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। মোটামুটি সুস্থ।’.
অন্যদিকে ৮ জুন করোনা নমুনা দেওয়া বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের করোনা রিপোর্টেও পজিটিভ এসেছে।
তিনি বলেন, ‘গায়ে জ্বর থাকার কারণে করোনা ভাইরাস সন্দেহে গত সোমবার (৮ জুন) নমুনা দিয়েছিলাম। গতকাল রাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে গতকাল মঙ্গলবার (৯ জুন) হালকা কাঁশি থাকলেও আজ বুধবার (১০ জুন) সুস্থতাবোধ করছি। অসুস্থতাবোধ করার পর থেকেই আমি হোম কোয়ারেন্টিনে আছি।’
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি-সচিব হওয়ার কারণে দু’জনই বোয়ালখালীবাসীকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য নিরলস কাজ যাচ্ছেন। ‘করোনা দুর্যোগ’ শুরু হওয়ার প্রথম থেকেই সচেতনতা সৃষ্টি, বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন সেন্টার স্থাপন করা ও কোভিড-ননকোভিড রোগীদের চিকিৎসা প্রদানের উদ্যোগও নিয়েছেন তারা।