|| অনলাইন প্রতিনিধি, শ্রীমঙ্গল ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের অদুরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেণের নিচে কাটা পরে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই নারীর সাথে থাকা আনুমানিক চার বছরের এক শিশুটি একই ট্রেনে কাটা পড়ে বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার ৯ জুন দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে চট্টগ্রাম অভিমূখী ছেড়ে গেলে রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার সিগন্যাল ও প্লাটফরম পেরিয়ে মধ্যবর্তী অংশে এ ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই সবুজ মল্লিক জানান, নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের বিাবহিত কন্যা এবং সাথে থাকা গুরুতর আহত শিশুটির নাম দেব দাশ (৪) হিসেবে তারা জানতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরো জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ফুট ওভার ব্রীজ ব্যবহার না করে রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন বলে প্রাথমিকভাবে জানা যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, নিহত নারীর শরীর কোমর থেকে কেটে দ্বিখন্ডিত হয়ে রেললাইনেই পড়ে থাকে এবং সাথে থাকা শিশুটি বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আহত শিশুকে তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে, রাজনগর থানার সহায়তায় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
সসা/এসএম/এসএম/এসকে