আইসিইউ উন্মুক্ত করার দাবীতে কফিন মিছিল

||সারাবেলা প্রতিবেদক,চট্টগ্রাম ||

চট্টগ্রামে করোনা মোকাবেলায় বেসরকারী হাসপাতালের আইসিইউ গুলো রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবী জানিয়েছে এ্যাকশান এগেইনষ্ট করোনা চট্টগ্রাম নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (৫ জুন) সকালে এই দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনটি কফিন মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসুচী পালন করে। এসময় এ্যাকশান এগেইনষ্ট করোনা চট্টগ্রামের সমম্বয়ক ডা.সুশান্ত বড়ুয়া, তানভীর হোসেন, এডভোকেট আমীর আব্বাস, বীষুময় দেব বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম করোনার হটস্পট। দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী। পোর্ট অব করোনাতে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটি। সাড়ে ৩ হাজারের বেশী মানুষ করোনা আক্রান্ত। শতাধিক লোক ইতোমধ্যে মারা গেছেন। বেসরকারী হাসপাতালগুলো স্বাস্থ্য সেবা দিচ্ছেনা। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ দীর্ঘ দুই মাস ধরে। বেসরকারী হাসপাতালের আইসিইউ গুলো অবিলম্বে রাষ্টীয়ভাবে অধিগ্রহণ করে জনগণের জন্য উম্মুক্ত করার দাবী জানান তারা। এর আগে মানববন্ধন শেষে কফিন নিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সসা/মতিন/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন