কোভিডে গেল একদিনে প্রাণ গেল আরও ৩৫ জনের

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সারাদেশে গেল চব্বিশ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে প্রাণ গেল আরও ৩৫ জনের। এর মধ্য দিয়ে দেশে এই ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত মারা গেল ৭৮১ জন। অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৪২৩ জনের শরীরে। এ নিয়ে সংক্রমণশনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরক্তি মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপস্থাপন করেন দেশের করোনা পরিস্থিতির সবশেষ এসব তথ্য।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।

মারা যাওয়াদের বিশ্লেষনাত্মক পরিসংখ্যান জানাতে গিয়ে নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ২২ জন হাসপাতালে, ১২ জন বাড়িতে মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

তাদের ২১ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগে এবং ১ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ৩৫ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

নাসিমা সুলতানা নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩৮৬ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৭৫৪ জন রোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন