১৫ জুন খুলবে পশ্চিমবঙ্গের বেলুড় মঠ

|| কলকাতা প্রতিনিধি ||

টানা লকডাউনে প্রায় দু’মাসেরও বেশি বন্ধ থাকার পর আগামী ১৫ জুন থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয়স্থান ও রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

ইতিমধ্যে শর্তসাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তবে ভক্ত, দর্শনার্থী ও সাধুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ করতে চান কর্তৃপক্ষ। তাই প্রয়োজনীয় ব্যবস্থা করেই তাঁরা মঠ খোলার চিন্তা করছেন।

কীভাবে ভক্ত এবং দর্শনার্থীরা মঠে ঢুকবেন বা বেরোবেন, তা অবশ্য এখনও ঠিক হয়নি। কয়েকদিন পরে তা জানানো হবে। মঠের সর্বত্র কীভাবে দর্শনার্থী নিয়ন্ত্রণ করা হবে, তা-ও পরে জানানো হবে। এ ছাড়াও অধ্যক্ষ মহারাজের দর্শন ও আশীর্বাদ লাভ, মঠের সংগ্রহশালা ও ভক্তদের ভোগ খাওয়ানোর বিষয়টি নিয়েও কিছু জানানো হয়নি। তবে ওই দিন থেকেই মঠ ও মিশনের অন্য সব কেন্দ্র খুলবে বলে জানানো হয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত করোনা ভাইরাসের মধ্যেই বন্ধ থাকা অবস্থায় ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবের মঠের ভিতরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নিয়ে সেই ভেঙে পড়া গাছগুলো ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। 

সসা/তৌহিদুর/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন