সৌদি আরবে মাস্ক না পরলে গুনতে হবে হাজার রিয়াল

|| মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||

করোনা মোকাবিলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থ দ্বিগুন। প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে করোনামুক্ত ঘোষণা করতে পারে দেশটি।                

আজ রোববার ৩১ মে থেকে সৌদি আরবে বাইরে বের হলে মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাঁধা প্রদান করা যাবেনা। না হয় গুনতে হবে জরিমানা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে বসবাসরত সকলের জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারিকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল। ৩০ মে শনিবার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

পূর্বের ঘোষণা অনুযায়ী পবিত্র মক্কা নগরী ব্যতিত সকল অঞ্চলে আজ সকাল ৬ টা থেকে রাত আটটা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত সহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে। সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ  ক্লাব, সকল ধরনের  বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনি খুলছে না। 

সেই সাথে চালু হচ্ছে অভ্যন্তরীণ তেরোটি বিমান চলাচল। প্রতিদিন ষাটটি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে, কোন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়নি। ৩১ মে থেকে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া মদিনা মসজিদে নববী সহ নব্বই হাজার মসজিদ। শতকরা চল্লিশ শতাংশ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মক্কার মসজিদুল হারাম সহ এই নগরীর মসজিদ গুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হবে ২১ জুন থেকে। সেই সাথে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ ।   

সসা/সাগর/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন