|| অনলাইন প্রতিনিধি, সদর (মুন্সিগঞ্জ) ||
মুন্সিগঞ্জের সদর, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৮ জন ও মারা গেছেন ১৯ জন। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ২৬০ জন।
শনিবার ৩০শে মে বিকাল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। সিভিল সার্জন জানান, গত ২৮ ও ২৯শে মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে(নিপসম) পাঠানো নমুনার মধ্যে ১৮৪ জনের ফল এসেছে। সেখানে ৪৪ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩৯ জন, সিরাজদিখান উপজেলায় একজন, লৌহজং উপজেলায় একজন ও শ্রীনগর উপজেলায় তিনজন রয়েছেন।
সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, পরিস্থিতি দিনদিনই খারাপের দিকে যাচ্ছে। তাই ব্যক্তি উদ্যোগে জনদূরত্ব নিশ্চিত করতে পারলে সংক্রমণ ঠেকানো সম্ভব। জেলার সর্বত্রই করোনা ছড়িয়ে পড়েছে এসময় মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না।
সকল ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে। এছাড়া মুন্সিগঞ্জের পাশ্ববর্তী জেলা ঢাকা ও নারায়াণগঞ্জ হওয়ার কারণে দ্রুত এই জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যবিভাগের লোকজনও রয়েছেন।
তবে আশার কথা হচ্ছে যারা আগে আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। বাকিদেরও অবস্থা ভালোর দিকে। মৃত্যুর হারও কম রয়েছে জেলায়। এখন পর্যন্ত মৃতদের সবাই বয়স্ক। সচেতনতা বাড়াতে পারলে সংক্রমিত হবার সংখ্যাও কমে আসবে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার ৩২ জনসহ জেলার মোট ৪ হাজার ১৫৩ জনের নমুনা পাঠানো হয়। ইতোমধ্যে ৩ হাজার ৮৯৩ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৩৫০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৪৩ জন, সিরাজদিখান উপজেলায় ৯৯ জন, শ্রীনগর উপজেলায় ৬৫ জন, লৌহজং উপজেলায় ৬৮ জন এবং গজারিয়া উপজেলায় ৭৮ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে সদরে একজন স্বাস্থকর্মীসহ ১৩ জন, টংগিবাড়ীতে তিনজন ও শ্রীনগর উপজেলায় একজন ও লৌহজং উপজেলায় দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে, নতুন করে গজারিয়া উপজেলায় তিনজন, সদর উপজেলায় একজন ও শ্রীনগর উপজেলায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় ১৯৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন। এরমধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৭২ জন, সিরাজদিখান উপজেলায় ৪৬ জন, শ্রীনগর উপজেলায় ৩৯ জন, টংগিবাড়ী উপজেলায় ১৬ জন, লৌহজং উপজেলা ১০ জন ও গজারিয়া উপজেলায় ১৫ জন রয়েছেন।