কামরুল ইসলাম ঝড়ো অনূদিত “কোয়ারেন্টাইন” বিশ্ব…!

|| কামরুল ইসলাম ঝড়ো ||

‘কোয়ারেন্টাইন’ বিশ্ব…!
…শেশু বাবু

উদ্বাস্তু শ্রমিকেরা বাড়িতে ফিরে যাচ্ছে হেঁটে হেঁটে…
কিলোমিটারের পর কিলোমিটার
জল নেই
নেই খাবার
ফুরসত নেই সন্তানের দিকে তাকাবার
আগেও ছিল না; থাকবে না আগামীতেও…

অর্থনীতি টালমাটাল
ক্রমেই কমছে শিল্পের ফলন
নিশ্চল কারখানায় বন্ধ উৎপাদন
অস্পৃশ্য শিল্পের সব উপকরণ…

কোথায় শ্রমিক?
অর্থনৈতিক উন্নয়নের ‘খাঁটি’ মশাল যে জ্বালায়?

রাস্তার ওপর জন্ম দেয় প্রসূতি মা
শিশু-সন্তানকে নিয়ে বেঙের মতো ধীরে ধীরে হাঁটছেন বাবা
নিজ গাঁয়ে দ্রুত পৌঁছে যেতে কোনো এক জনের ওঠে নাভিশ্বাস
গ্রাম পাবার আগেই জীবন থেকে বেরিয়ে যায় শেষ নিঃশ্বাস…

যারা গড়ে দেয় মালিকের মুনাফা প্রচুর
কোথায় সে মজুর?

থামাও তাদের! শাস কর রুদ্ধ!
প্রয়োগ কর কঠোর শ্রম আইন
সীমিত কর তাদের মৌলিক অধিকার
সত্য অথবা মিথ্যা আশায় কর প্রলুব্ধ!

নেই মানবতা!
নেই সহমর্মিতা!
নেই সহানুভুতি!
শুধুই উদাসিনতা!

স্পষ্টতই বিভক্ত এ ‘কোয়ারেন্টাইন’ বিশ্ব…!

[ইংরেজি থেকে অনূদিত। কবিতাটি counter currents এ প্রকাশিত]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন