ঈদের দিনে ঝড়বৃষ্টিতে তছনছ সুন্দরগঞ্জ

|| অনলাইন প্রতিনিধি, সদর (গাইবান্ধা) ||

ঈদের দিন সকাল না হতেই প্রচন্ড ঝড় আর বৃষ্টিতে বিস্তর ক্ষতিতে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। নষ্ট হয়ে গেছে সবজি আর ফসল। ভেঙ্গে পড়েছে ঘরবাড়ি। উপড়ে পড়েছে গাছপালা।

সোমবার সকাল ৬টার দিকে প্রচণ্ড বেগে দমকা বাতাস আর বৃষ্টি শুরু হয়। উপজেলার কঞ্চিবাড়ী, শ্রীপুর, শান্তিরাম,ছাড়পহাটি ও চন্ডিপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ো বাতাসে মাটিতে লুটিয়ে পড়ে পাকা ও আধাপাকা সব ধানের গাছ। একইসঙ্গে ভারি বৃষ্টিতে তলিয়ে যায় উপজেলার নিম্নাঞ্চল। তছনছ হয়ে যায় শাক-সবজি, কলা, কাঁচা ঘরবাড়ি। উপড়ে পড়েছে অনেক গাছপালা।

ভেঙ্গে পড়েছে শ্রীপুর ইউনিয়নের ছড়ার কুটি আল হেরা দাখিল মাদ্রাসাভবন। এছাড়াও ক্ষতিতে পড়েছে পানের বরজ। তছনছ হয়ে গেছে শ্রীপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা ইয়াজুলের পানের বরজ ও বসতঘর।

শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘শ্রীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল ইসলাম বলেন, শান্তিরামে শতাধিক পরিবারের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুতফুল হাসান ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন