|| জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনাস্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের নামাজ আদায় হলো চাঁপাইনবাবগঞ্জের শহর-গ্রামে। আজ সোমবার সকাল ৮ টায় জেলা শহরের সব মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
মুসল্লিরা বলছেন, এবার ঈদগায়ে গিয়ে নামাজ পড়তে না পারা কষ্ট থাকলেও মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদে ঈদের নামাজ পড়তে পেরেও ভালই লাগছে। তারা আরো বলেন, মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস যাতে পৃথিবীতে থেকে চির বিদায় হয় সেজন্য নামাজ শেষে প্রার্থনা করা হয়।
এদিকে মসজিদগুলোর সামনের বাইরে হ্যান্ড স্যানিটাইজার, পানি ও সাবান রাখা ছিলো। যাতে মুসল্লিরা মসজিদে জীবাণু নিয়ে প্রবেশ করতে না পারে।