|| অনলাইন প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) ||
টেকনাফে মাদকের চালান নিয়ে ঢোকার সময়ে সীমান্ত রক্ষী বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে এক রোহিঙ্গা। বিজিবি’র অভিযোগ এরা মাদক কারবারের সঙ্গে জড়িত। কারবারিদের কাছ থেকে পাওয়া গেছে ২লাখ ৪০হাজার ইয়াবা ও একটি অস্ত্র, ছুরি ও কার্তুজ।
মাদকের চালান ঢুকছে এমন খবরে রোববার ১৭ই মে মোচনী ও নয়াপাড়া লবনের মাঠে অবস্থান নেয় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির টহল দল। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোককে বস্তা নিয়ে আসতে দেখে দাঁড়াতে বললে লোকগুলো বিজিবির দিকে গুলি ছুঁড়তে শুরু করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়।
পরে বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে বস্তা ফেলে অন্যরা পালিয়ে গেলেও আহত একজনকে ধরে ফেলে বিজিবি। আহত মো. সাকের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬ এর বাসিন্দা। সাকেরকে প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা বস্তায় ২ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এছাড়া পালিয়ে যাওয়ার সময়ে ১টি ধারালো কিরিচ, ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ ফেলে যায় দুর্বৃত্তরা। উক্ত বিষয়ে তদন্ত করে মামলা করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।