|| উপজেলা প্রতিনিধি, (শিবচর, মাদারীপুর) ||
করোনাদুর্যোগে খাদ্যসহায়তা পেলেন মাদারীপুর জেলার কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের সকল লঞ্চ ও স্পিডবোট চালক-শ্রমিক। সোমবার ১১ই মে সকালে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে এক আয়োজনে এসব খাদ্যসহায়তা দেওয়া হয়।
করোনা ভাইরাসের কারনে প্রায় দেড় মাস ধরে এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চালক-শ্রমিকরা যারপর নাই কষ্টে রয়েছেন।
সোমবার লঞ্চ ও স্পিডবোটের দুইশ’র বেশী চালক ও শ্রমিককে চাল, ডাল, তেল, আলুসহ বেশ কিছু নিত্যপণ্য দেওয়া হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষে এসব সহায়তা দেন শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান।
খাদ্যসহায়তা দেওয়ার এই আয়োজনে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান বিএম আতাউর রহমান, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহেল বেপারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।