|| অনলাইন প্রতিনিধি, রংপুর ||
মাত্র ছয় বছরের এক শিশুকে ধর্ষন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল রাসেল। ওদের দুজনের বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৮ নম্বর আলমবিদিত ইউনিয়নের তালুক ভুবন ধনীপাড়ায়। শিশুটির চিকিৎসা চলছে।
তালুকভুবন ধনীপাড়ায় গিয়ে জানা যায়, শিশুটি বিকেলে নিজের বাড়ির সামনে খেলছিল। এসময়ে অহেদ তেলির ছেলে রাসেল শিশুটিকে জোর করে তুলে নিয়ে যায়। পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে শারীরিক অত্যাচার করতে থাকলে স্থানীয় এক লোক ওকে হাতে নাতে ধরে ফেলে। দু চারটে চর থাপ্পড় দিয়ে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এই ফাঁকে পালিয়ে যায় রাসেল।
গংগাচড়া মডেল থানায় শিশু নির্যাতনের মামলা করেছেন শিশুটির বাবা গরীব কৃষক আমজাদ হোসেন। এ প্রসঙ্গে গংগাচড়া মডেল থানার ওসি জানান, ‘মামলার তদন্ত চলছে, সব প্রমান হাতে এলে আমরা খুব শিগগিরই রাসেলকে গ্রেফতার করা হবে।’
এদিকে ধর্ষক রাসেলকে বাঁচানোর জন্য নানা রকম তালবাহানা করছে তার পরিবার। রাসেলকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার চালাচ্ছে তার বাবা অহেদ তেলি ও বড়ভাই তুুহিন।
অভিযুক্ত রাসেলের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার ও স্থানীয়রা।