প্রতিবন্ধি চা দোকানি ত্রাণ তহবিলে দিলেন ৫ হাজার টাকা

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

করোনাদুর্গতদের সহায়তায় পাঁচ হাজার টাকা দিলের বরিশাল সিটি কর্পোরেশন এলাকার এক প্রতিবন্ধী চা দোকানি। বিশেষ মানুষ বাদশা খান বুধবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ত্রান তহবিলে এই অর্থ দেন। বাদশা খান থাকেন সিটির ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন বিদ্যালয়ের পাশে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের পাশে বাদশার চায়ের দোকান। সংবাদ সারাবেলা প্রতিবেদককে বাদশা খান জানান, দেশের মানুষ অনেক কঠিন সময় পার করছে। অনেকের ঘরে খাবার নেই। এমন অবস্থায় তার যা ছিলো তাই দিয়ে মানুষের পাশে থাকতে চেয়েছেন। সমাজের অনেক মানুষ আছে যারা প্রতিবেশি বা অন্যদের কথা ভাবেন না। কিন্তু তিনি তার সর্বোচ্চ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন।

বাদশা খান বলেন, আমরা যদি সবাই এই দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়াতে পারি তবেই কঠিন এই সময় মোকাবেলা করা অনেক সহজ হবে। তিনি সমাজের প্রত্যেককেই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন