|| অনলাইন প্রতিনিধি, গাজীপুর ||
করোনা ঝুঁকির মধ্যেই মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে একদিন না যেতেই অবস্থান বদলালেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন সেমতই চলবে সবকিছু। মসজিদেও নামাজ পড়বার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনাই মেনে চলতে হবে সবাইকে।
গতকাল মঙ্গলবার নিজের ফেইসবুকে দেওয়া ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে, তাই এ রমজান মাসে এখন আর মসজিদে অল্পসংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবিহর নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না।’
মেয়রের এ বক্তব্যের পর সমালোচনা শুরু হয়। মেয়রের সিদ্ধান্তের বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, “মেয়রের মহানগরের মসজিদগুলোতে তারাবি ও জুম্মার নামাজ উন্মুক্ত করে দেওয়ার ঘোষণার কথা শুনেছি। তবে সেটা তার নিজস্ব বক্তব্য। এটা কোনো সরকারি বক্তব্য নয়। ধর্ম মন্ত্রণালয় থেকে দেশের মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে ইতোপূর্বে যে নির্দেশনা দিয়েছেন, তাই এখনও বলবৎ আছে। আমি এর বাইরে অন্য কোনো বার্তা বা নির্দেশনা পাইনি।”
উল্লেখ্য, দেশের যে কয়টি জেলাকে করোনা আক্রান্তের দিক থেকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের পরই গাজীপুরের অবস্থান। আইইডিসিআরের দেওয়া তথ্যমতে ২৮শে এপ্রিল পর্যন্ত এই জেলায় ৩১৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।#