করোনায় খাদ্যসহায়তা পেল চৌদ্দগ্রামের ১৩১ দুর্গত পরিবার

|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||

করোনা আর রোজায় দুর্গত ১৩১ পরিবারকে খাদ্যসহায়তা দিল সেবামূলক সংগঠন ‘কাকৈর খোলা ইউনাইটেড সোসাইটি’। উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ১৩১টি দুর্গত প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট সাবান দেয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

এদিকে গরীব ও অসহায় পরিবারের মাঝে সুষ্ঠুভাবে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়ায় সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি সালাউদ্দিন খান বাপ্পিসহ অন্যরা। কাকৈরখোলা ইউনাইটেড সোসাইটির দেয়া সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় পরিবারের সদস্যরা।

এসময়ে কাকৈর খোলা ইউনাইটেড সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জগন্নাথদীঘি আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী বেলাল, সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হক খাঁন, আব্দুল মালেক, জয়নাল আবেদীন পাটোয়ারী, ইউনুছ মোল্লা, আবু বক্কর সিদ্দিক, নয়ন পাটোয়ারী, আব্দুল মালেক মানিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল আহাদ সেলিম, গাজী শহীদ, গাজী রিপন, গাজী নয়ন, আনোয়ার হোসেন, মাসুদ মিয়াজী, শাখাওয়াত হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ইকবাল হোসেন পলাশ মিয়াজী, শাহেদুল ইসলাম, নাহিদ পাটোয়ারী, মো. রাফি, সাগর পাটোয়ারী, রাব্বি পাটোয়ারী, আজিম পাটোয়ারী রাপি, শাওন শাহিন, আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন