|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
করোনা ভাইরাস প্রতিরোধে আরোপিত সরকারী বিধি না মানা আর বেশী দামে নিত্যপণ্য বিক্রি করায় বরিশাল শহরের ৩ ব্যবসায়ি প্রতিষ্ঠানকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার নগরীর বিভিন্নস্থানে জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হোসেন অভিযান পরিচালনা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত আরেক অভিযানে প্রসিসকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য কর্মকর্তা) সৈয়দ এনামুল হক। তবে অভিযানের খবর পেয়ে দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে যান অনেক ব্যবসায়ী।
বরিশাল জেলা প্রশাসক মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরনসহ রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় আর.এফ.এল কোম্পানির একটি শোরুমকে ২০ হাজার টাকা ও একই স্থানে ইলেকট্রনিক্স দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রি করায় নগরীর চকেরপুলের হাদি জাহাঙ্গীর স্টোরসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর কাঠপট্টি, লাইন রোড, পিয়াজপট্টি, চকেরপুল, বাজার রোড, নাজিরের পুল ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এর নেতৃত্বাধীন টিম। অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বি নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বেশকিছু প্রতিষ্ঠানে আরো ৮ হাজার টাকা জরিমানা করা সহ মাস্ক বিতরন ও সাধারন মানুষকে সতর্ক করেন।