শুরু হলো মুসলমানদের সংযমচেষ্টার মাস রমজান

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মুসলমানদের সংযমের মাস মাহে রমজান শুরু হচ্ছে শনিবার থেকে। মহান আল্লাহ তা আলার সন্তুষ্টি লাভের আশায় এক মাস সংযম চেষ্টা করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম জানান, রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আগামীকাল শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি বলেন, “সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে, শুক্রবার, ২৯শে শাবান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায় শনিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬শে রমজান, ২০শে মে বুধবার দিবাগত রাতে লাইলাতুল ক্বদর পালিত হবে।”

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমরা শুক্রবার থেকেই রোজা রাখা শুরু করেছেন। তবে বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক অভূতপূর্ব পরিস্থিতিতে এবারের রোজার সময়টা কাটবে।

মহামারী ছড়ানো ঠেকাতে জামাতে নামাজ বন্ধ থাকায় এবার তারাবির জামাতও হবে না; সমবেতভাবে উৎসবমুখর পরিবেশে ইফতারের দৃশ্যও চোখে পড়বে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন