|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
সরকারের কাছ থেকে ৫০ ভাগ ভর্তুকিতে ধান কাটার মেশিন কিনলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেহ উদ্দিন। বুধবার ২২শে এপ্রিল ৪টি বড় ও ১টি ছোট কম্বাইন্ড হারভেস্টার বিক্রি করা হয় তার কাছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, কৃষি বিভাগের সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এসব হারভেস্টার মেশিন বিক্রি করা হয়।
একটি বড় কম্বাইন্ট হারভেস্টারের বাজারমূল্য সাড়ে ২৯ লাখ হলেও চেয়ারম্যান সালেহ উদ্দিনের কাছে এটি মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আর ছোটগুলো প্রতিটির দাম ১২ লাখ টাকা হলে তা বিক্রি করা হয়েছে ৬ লাখ টাকায়। পাঁচটি কম্বাইন্ড হারভেস্টার বিক্রিতে সরকার ৬২ লাখ টাকা ভর্তূকি দিয়েছে বলে জানান তিনি।
এসময় নওগাঁ-২ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান উপস্থিতি ছিলেন।