|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
করোনা অভিঘাতে দুর্গত পত্রিকা হকারদেরে খাদ্যসহায়তা দিল যুগান্তর স্বজন সমাবেশ। বুধবার সকালে শহরের গণি টাওয়ার এলাকায় ভোলার দেড়শ’ বেশী হকার ও বেকার শ্রমজীবীদেরকে চাল, ডাল, ছোলা, আটা, সয়াবিন তেল ও পেঁয়াজ দেওয়া হয়।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে খাদ্যসহায়তা দেওয়ার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার।
অনুষ্ঠানে বক্তারা দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীনদের সহযোগিতায় সরকারের পাশাপাশি যুগান্তর স্বজন সমাবেশ এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক নাছির লিটন, মশিউর রহমান পিংকু, জুয়েল সাহা বিকাশ প্রমূখ।