দেবীদ্বারে "হ্যালো ছাত্রলীগ" এ ফোন করলেই মিলছে খাদ্যসহায়তা

|| অনলাইন প্রতিনিধি, কুমিল্লা ||

করোনাদুর্গতের সহায়তায় কাজ করছে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আ্যাপস হ্যালো “ছাত্রলীগ”। বাড়িতে রেয়েছেন এমন যে কোন দুর্গত এই অ্যাপসে ফোন কিংবা এসএমএস করলেই তাকে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসহায়তা।

রোববার উপজেলার এলাহাবাদ, কাচিসাইরের দেড়শ’র বেশী পরিবার এই অ্যাপসে ফোন ও এসএমএস করে পেয়েছেন খাদ্যসহায়তা। প্রতি পরিবারের জন্য এসব খাদ্যসহায়তায় রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২টি সাবান ও ৪টি মাস্ক।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও উপজেলা ছাত্রলীগের নের্তৃত্বে স্বেচ্ছাসেবক টিম বাড়ীতে এসব খাদ্যসহায়তা পৌছে দিচ্ছেন। কুমিল্লার দেবীদ্বরের সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়ার এই কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। #

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন