||অনলাইন প্রতিনিধি, জামালপুর||
জামালপুরের নরুন্দি বাজার ও নয়াপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার গুদামে সরকারি খাদ্য সহায়তার ৩৪২ বস্তা চাল পাওয়া গেছে। এসময় তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআ ‘র সংবাদের ভিত্তিতে সকালে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন নরুন্দি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তার গুদামে অবৈধভাবে রাখা ১২৬ বস্তা চাল উদ্ধার করে।
পরে এই ইউনিয়নের নয়াপাড়ায় সদর উপজেলা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার ভাড়া করা গুদাম থেকে সরকারি খাদ্য সহায়তার ২১৬ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/Nazrul-04-1.jpg?fit=300%2C204&ssl=1)